আইন ও অপরাধ

গুলি করে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকার জুরাইন এলাকায় গুলি করে অটোরিকশা চালক পাপ্পু শেখকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইউসুফ সরদার ও মো. উজ্জল ওরফে কাঞ্চি।

র‌্যাব-১০ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। 

তিনি আরো জানান, নিহতের বাবা এ ঘটনায় কদমতলী থানায় মামলা করেন। র‍্যাব ছায়া তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে।

র‍্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে জুরাইন আলমবাগ এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি মো. ইউসুফ সরদারকে ও শ্যামপুর থানার জুরাইন রেলগেট এলাকা থেকে অপর আসামি কাঞ্চিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১ ডিসেম্বর পাপ্পু তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য পূর্ব জুরাইনস্থ নিজ ভাড়া বাসা থেকে বের হলে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহ তাকে জোরপূর্বক ধরে রাখে। এই সময় বাপ্পারাজ ওরফে বাপ্পা গুলি করেন। স্থানীয়রা গুরুতর আহত পাপ্পুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব আরও জানায়, পাপ্পুর সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ওরফে বাপ্পা গ্রুপের মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জের ধরে পাপ্পুর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।