আইন ও অপরাধ

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়

রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার  কার্যালয়ে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কার্যালয় দুটি। হামলার পাশাপাশি সেখান থেকে অনেক মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখা গেছে। 

আগুনে ঝলসে যাওয়া প্রথম আলো ও ডেইলি স্টার ভবন দুটির সামনে শুক্রবার সকাল থেকেই ছিল উৎসুক জনতার ভিড়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবন দুটির  প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার মোহাম্মদ শাহজাহান মিয়া রাইজিংবিডি ডটকমকে বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি কঠন করা হয়েছে।  তদন্ত করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।

হামলা ও অগ্নিসংযোগের শিকার হওয়ার পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার ছাপানো ও অনলাইন ভার্সন দুটোই বন্ধ হয়ে যায়। তবে, শুক্রবার সকালে প্রথম আলো অনলাইনে ‘পাঠকদের প্রতি’ শিরোনামে একটি বার্তা প্রচার করা হয়। 

এতে বলা হয়েছে, “বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই, আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পাঠকদের কাছে এজন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।”

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে প্রায় সবকিছু পুড়ে ছাই হয়েছে।