আইন ও অপরাধ

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

সোমবার (​২৯ ডিসেম্বর)  শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৩ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় ফয়সালের বিরুদ্ধে অস্ত্র মামলাটি হয়। হত্যাকাণ্ডের পর ফয়সাল তার এক আত্মীয়ের বাসায় অস্ত্র ও গুলি লুকিয়ে রেখেছিলেন। পরবর্তীতে পুলিশের অভিযানে সেখান থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করা হয়, যার ভিত্তিতে মামলাটি করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ওসমান হাদি মারা যান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমান হাদির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে সমায়িত করা হয়।