আইন ও অপরাধ

বসুন্ধরায় আইনজীবী হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার 

ঢাকার বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মো. জোবায়ের হোসেন পাপ্পু নামে প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

রবিবার (৪ ডিসেম্বর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, রবিবার বিকেলে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায়, জোবায়ের গুলশান বারিধারা থানার এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, জব্দ করা হয়  হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের ঘটনার সঙ্গে তার সম্পৃক্তা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গত ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কার ঘটনায় পাবনা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী ৩৫ বছর বয়সী নাঈম কিবরিয়াকে পিটিয়ে জখম করা হয়।

মামলার এজাহারের বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিতণ্ডা হয়। এ সময় অন্য একটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ৭ নম্বর সড়কের মাথায় নাঈমকে গাড়ি থেকে জোর করে নামিয়ে কিলঘুষি মারেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

পরে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাকিবুল ইসলাম বসুন্ধরা আবাসিক এলাকার ১৫ নম্বর সড়কের মাথা থেকে নাঈম কিবরিয়াকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ভাটারা থানা–পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নাঈম কিবরিয়ার বাবা ভাটারা থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পর র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেপ্তারে নামে।