আইন ও অপরাধ

উত্তরায় অবৈধ আইফোন তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ চীনা নাগরিক

ঢাকার উত্তরায় একটি আবাসিক ফ্ল্যাটে অবৈধভাবে আইফোন তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ আইফোনের যন্ত্রাংশ, প্রস্তুত ফোন এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, বুধবার উত্তরা পশ্চিম থানা এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তারা এই জালিয়াতি চক্রের মূল হোতা বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে বিপুল পরিমাণ আইফোনের বডি, ডিসপ্লে, ব্যাটারি, মাদারবোর্ড এবং আইফোন তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বক্স জব্দ করা হয়।

পুলিশ বলছে, ​এই চক্রটি মূলত একটি অভিনব পদ্ধতিতে প্রতারণা করছিল। তারা চীন থেকে আইফোনের বিভিন্ন নকল বা পুরনো পার্টস আলাদাভাবে নিয়ে আসত। উত্তরার সেই ফ্ল্যাটে বসে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে সেসব জোড়া দিয়ে নতুন আইফোন তৈরি করত। এরপর সেগুলোকে আকর্ষণীয় মোড়কে প্যাকেটজাত করে একদম নতুন আইফোন হিসেবে বাজারে চড়া দামে বিক্রি করত। এই ধরনের ক্লোন বা রিফারবিশড ফোনগুলো দেখতে হুবহু আসল আইফোনের মতো হলেও এগুলোর মান অত্যন্ত নিম্নমানের হয় এবং নিরাপত্তার ঝুঁকি থাকে।