পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কদমতলীতে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন রাজু (বাঘা রাজু) ও মো. হারুনকে (টাকলা হারুন) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ( ১০ জানুয়ারি) বিকেলে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গত শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর জেলার পদ্মাসেতু দক্ষিণ থানার হারেজপুর এলাকা থেকে রাজু ও হারুনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ৬ জানুয়ারি রাতে সাহাবুদ্দিনকে কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় বাঘা রাজুসহ অন্য আসামিরা পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর ককটেল ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।