আইন ও অপরাধ

মুছাব্বির হত্যা: ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে তেজগাঁও তেজতুরি বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। ঘটনাস্থলে তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানও গুলিবিদ্ধ হন। মুছাব্বিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।