ঢাকার দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নিলি (১৭) নামের দশম শ্রেণির স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মিলন মল্লিক (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১২ জানুয়ারি) ভোরে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন নিহতের বাবার খাবার হোটেলের কর্মী ছিলেন।
এ বিষয়ে জানাতে বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সেখানে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, হোটেল কর্মচারী হিসেবে বিভিন্ন সময়ে হোটেলের কাজে ভিকটিমের বাসায় আসা যাওয়া ছিল মিলনের। বেশ কিছুদিন ধরে মিলন ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার আগের রাতে আবারো অনৈতিক প্রস্তাব দিলে মিলনকে গালাগালি করে ওই কিশোরী। এর জেরে পরদিন মিলন ওই কিশোরীকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সময় ভুক্তভোগীর মা-বাবা ও ভাই গ্রামের বাড়ি হবিগঞ্জে ছিলেন। বড় বোন শোভা আক্তার দুপুরে ব্যায়াম করতে করতে জিমে গিয়েছিলেন।
গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।