রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর ফলে মিরপুর রোড ও আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন এবং এর জন্য একটি কমিশন গঠন করার দাবি শিক্ষার্থীদের।
তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নানা টালবাহানা করে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ বাতিলের পাঁয়তারা চলছে। তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।