রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম পবিত্র কুমার বড়ুয়া। তিনি স্কুলের ব্যবস্থাপক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পল্টন মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। মূলত চার বছর বয়সী এক প্লে-গ্রুপের শিক্ষার্থীকে নির্যাতন করে।
উল্লেখ্য গত ১৮ জানুয়ারি স্কুলের ভেতরে ওই শিশুটিকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরিবারের অভিযোগ, সামান্য কারণে শিশুটির ওপর অমানবিক আচরণ করা হয়েছে। শিশুটি বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে এবং শরীরে আঘাতের চিহ্ন দেখে অভিভাবকরা বিষয়টি জানতে পারেন।
পরে গত ২০ জানুয়ারি শিশুটির বাবা পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পবিত্র কুমার বড়ুয়াসহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই পবিত্র কুমার বড়ুয়া পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করতে পারে।
এ ঘটনার পর স্কুলটির নিরাপত্তা নিয়ে অভিভাবক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা শিশু নির্যাতনের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।