উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বাসটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে থাকতে পারে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম রাইজিংবিডি ডট কমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “আজ সকাল ৯টার পর উত্তরা হাউজ বিল্ডিং সংলগ্ন মূল সড়কে বাস পার্কিং করেন চালক ও হেলপার। গাড়িটির সুইচ চালু রেখে তারা চা পান করতে নামেন। ধারণা করা হচ্ছে, এ সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”