আইন ও অপরাধ

ঝালকাঠিতে এসএ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

ঝালকাঠি প্রতিনিধি : তথ্যভিত্তিক ও বিনোদনমূলক তৃতীয় প্রজন্মের টেলিভিশন এসএ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি মিডিয়া ক্লাবের সামনে থেকে একটি জমকালো আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, পৌর মেয়র আফজাল হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, স্থানীয় সাংবাদিক ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ এক আনন্দঘন পরিবেশে অংশ নেয়।

র‌্যালির পূর্বে মিডিয়াক্লাবে আলোচনা সভা ও বর্ষপূর্তির কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এসএ টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি অলোক সাহার সভাপতিত্বে আলোচনা সভায় এসএ টিভির শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন মো. সুলতান হোসেন খান,  আফজাল হোসেন, চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি মিডিয়াক্লাব সভাপতি পলাশ রায় প্রমুখ।

   

রাইজিংবিডি/ঝালকাঠি/১৯ জানুয়ারি ২০১৫/অলোক সাহা/রুহুল