লাইফস্টাইল

একাধিক সন্তান? বাড়াবে আপনার হৃদরোগের ঝুঁকি

আসিয়া আফরিন চৌধুরী : নতুন এক গবেষণায় দেখা গেছে, যদি আপনার দুইয়ের অধিক সন্তান থাকে তবে আপনি হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষজ্ঞরা দাবি করেছেন, আপনি নারী কিংবা পুরুষ যাই হোন না কেন, এ ক্ষেত্রে আপনার ঝুঁকির সম্ভাবনা সমান। একের অধিক সন্তানের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আপনার ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে। গবেষণায় বলা হয়েছে, এই ভার বাবার জন্য যেমন অতিরিক্ত চাপের, তেমনি মাতৃত্বকালীন হরমোনাল পরিবর্তন ও নেতিবাচক প্রভাব ফেলে। ৫ লাখ মানুষের ওপর পরিচালিত এই গবেষণায় সন্তানের সংখ্যার ওপর ভিত্তি করে ‘করোনারি হৃদরোগ’ এর সম্ভাবনার হার বৃদ্ধির যোগসূত্র দেখা গেছে। আর হৃদরোগ বর্তমান বিশ্বে নেতৃস্থানীয় ঘাতক।  চীনের এই গবেষক দলটি মনে করেন যে, যাদের একটি সন্তান তারা কম ঝুঁকির মধ্যে রয়েছেন এবং যাদের দুটি সন্তান তারা ঝুঁকির দ্বারপ্রান্তে রয়েছেন। গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তন শরীরে যে প্রতিক্রিয়া ঘটায় তার মধ্যে কার্ডিওভাসকুলার ঝুঁকি অন্যতম। জার্নাল সার্কুলেশনে প্রকাশিত এই গবেষণায় আর্থসামাজিক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক রেগিটজ জগরোযেফ, ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির চেয়ারপারসন বলেন, এই চীনা সমীক্ষায় নারী-পুরুষকে একইভাবে যুক্ত করা হয়েছে। সন্তানের সংখ্যাও নারী পুরুষের হৃদরোগের একটি কারণ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করেন এই অধ্যাপক। তিনি বলেন, ‘একটি সন্তান আত্মরক্ষামূলক, কারণ বৃদ্ধ বয়সে বাবা-মায়ের সামাজিক সহায়তার প্রয়োজন হয়। কিন্তু পরিবারে যদি অনেক সন্তানাদি থাকে তবে তা বাবা-মায়ের ওপর সামাজিক ও অর্থনৈতিক চাপের কারণ হতে পারে।’ তথ্যসূত্র: ডেইল মেইল

   

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ/এএন