লাইফস্টাইল

এফডিসিবি’র আয়োজনে ফ্যাশন ফেয়ার

লাইফস্টাইল ডেস্ক : আগামীকাল থেকে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে অনুষ্ঠিত হবে ফ্যাশন ফেয়ার। রাজধানীর গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে (বাড়ি ৮, সড়ক ৫১, গুলশান ২) আগামী ১ ও ২ মার্চ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে দেশসেরা ডিজাইনাদের কালেকশন প্রদর্শিত হবে। আইপিএবি’র সহযোগিতায় প্রদর্শনীটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। অলাভজনক প্রতিষ্ঠান এফডিসিবি দেশের ফ্যাশন ও ডিজাইন সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এফডিসিবি’র লক্ষ্য দেশের শিল্পী ও ফ্যাশন খাতের জন্য এমন একটি প্ল্যাটফর্ম প্রদান যেখানে অভিজ্ঞতালব্ধ শিক্ষা থেকে শিল্পীরা দেশের মানুষের জন্য সমৃদ্ধ নকশা করতে পারে। ফ্যাশনে আকর্ষণীয় লুক আনার পাশাপাশি বাংলাদেশের লোক ও ঐতিহ্যকে শিল্পীর শিল্পধারণার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে এফডিসিবি। ডিজাইনে নিজস্বতার ছাপ ও নিজস্ব সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। ডিজাইনার ও সৃষ্টিশীল এ ডিজাইন খাতের মধ্যে অংশীদারিত্ব তৈরির লক্ষ্যেই এ ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করেছে এফডিসিবি। এই প্রদর্শনীতে এমদাদ হক, কুহু প্লামন্দোন, চন্দনা আর দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান, মাহিন খান, হুমায়রা খান, রিফাত রেজা রাকা, সারাহ করিম, সাদিয়া মিশু, ইজমাত নাজ রিমা, মুশাররাত রহমান, লিপি খন্দকার, ফারাহ আনজুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, ফায়জা আহমেদ, রুপো শামস, তাশফিয়া আহমেদ এবং শৈবাল সাহার ডিজাইনকৃত পোশাক প্রদর্শিত হবে। রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৯/ফিরোজ