লাইফস্টাইল

বিড়াল বাক্স পছন্দ করে কেন?

এস এম গল্প ইকবাল : বিড়াল ও কুকুরের মধ্যে কে সবচেয়ে বেশি স্মার্ট তা নিয়ে পোষাপ্রাণী প্রেমীদের মধ্যে বিতর্ক থাকলেও একটি বিষয়ে প্রায় সবাই একমত হবেন যে, বিড়ালের আচরণের অর্থোদ্ধার করা কঠিন।

বিড়ালের চমকপ্রদ একটি ঘটনা হচ্ছে, বিড়াল বাক্স পছন্দ করে। যেকোনো ধরনের বাক্স বড়, মেজ, সেজ, ছোট- আপনার পোষা বিড়াল সুযোগ পেলেই তার ভিতরে ঢুকে পড়ে। আপনি হয়তো দুধের বাটি হাতে নিয়ে ঘুরছেন, খুঁজে বেড়াচ্ছেন তাকে। কিন্তু আদরের বিড়াল ঘুমিয়ে আপনারই সদ্য কেনা জুতোর বাক্সের ভিতরে। কেন এমন হয়? কেন বাক্স পছন্দ করে বিড়াল, তা সম্পর্কে এখানে আলোচনা করা হলো।

* বিড়াল নিরাপত্তা চায়

ভিএ-এমডি কলেজ অব ভেটিরিনারি মেডিসিনের সহকারী অধ্যাপক মার্ক ডি. ফ্রিম্যান বলেন, ‘বিড়াল কেন বাক্স পছন্দ করে তা সম্পর্কে কিছু তত্ত্ব প্রচলিত রয়েছে, কিন্তু সবচেয়ে স্বীকৃত ব্যাখ্যা হলো সিকিউরিটি ফ্যাক্টর, অর্থাৎ বিড়াল নিরাপত্তা চায়। প্রকৃতিগতভাবে বিড়াল হলো ক্রিপ্টিক অ্যানিমেল, যার মানে হলো তারা এমন নিরাপদ স্থানে লুকাতে পছন্দ করে যেখান থেকে তারা চারপাশের সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। বিড়াল হলো শিকারি ও শিকার উভয়ই, তাই তারা এমন নিরাপদ স্থান খুঁজে যেখান থেকে শত্রুর চোখে পড়বে না, কিন্তু নিজেরাই আশপাশের সবকিছু দেখতে পাবে। কার্ডবোর্ড বাক্স অথবা যেকোনো ছোট ঘেরা স্থানকে বিড়ালেরা নিরাপদ স্থান মনে করে।’

* বিড়ালের উষ্ণতা প্রয়োজন হয়

প্রিটি লিটার ক্যাটস ডটকমের সিইও ড্যানিয়েল রোটম্যান বলেন, ‘বিড়ালের বাক্স পছন্দ করার আরেকটি কারণ হলো তারা শারীরিকভাবে আরামদায়ক পরিবেশ চায়। বাক্স বিড়ালের স্ট্রেস বা দুশ্চিন্তা হ্রাস করে এবং তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিড়ালের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পরিবেশগত তাপমাত্রা ৮৫ ডিগ্রি ফারেনহাইটের উর্ধ্বে হতে হয়। কার্ডবোর্ড বাক্সের মতো ছোট ঘেরা স্থান তাপ ধরে রাখে যা আপনার বিড়ালকে উষ্ণতা ও নিরাপত্তা দিতে পারে।’

* কার্ডবোর্ড কি বিড়ালের জন্য নিরাপদ?

বিড়ালেরা কার্ডবোর্ড বাক্সের একটি টেক্সচারাল এলিমেন্ট আসলেই উপভোগ করে। ডা. ফ্রিম্যান বলেন, ‘আপনি লক্ষ্য করবেন যে বিড়ালেরা কার্ডবোর্ড বাক্সে আঁচড় দিচ্ছে অথবা কামড়াচ্ছে- এটি হলো বিড়ালের জন্য বিনোদন বা আনন্দের চমৎকার উৎস। আঁচড় দেয়া ও কামড়ানোর জন্য কার্ডবোর্ড বাক্স হলো ভালো স্থান। বিড়ালের থাবার সুবাস গ্রন্থি বাক্সে অনন্য সিগনেচার তৈরি করে তাদের বাসস্থানকে চিহ্নিত করতে সাহায্য করে। কার্ডবোর্ড হলো বিড়ালের জন্য খেলার বিষয়বস্তু এবং এটি বিড়ালের বাচ্চাকে ঘন্টার পর ঘন্টা বিনোদন দেয়।’

আপনার বিড়ালকে কার্ডবোর্ড বাক্স দিলে তাদের উদ্বেগও হ্রাস পেতে পারে। রোটম্যান বলেন, ‘যখন বিড়াল ক্লান্ত হয়ে পড়ে অথবা মেজাজ বিগড়ে যায় অথবা বিশ্রামের প্রয়োজন হয়, তখন একটি বাক্স তাদেরকে রিচার্জ করতে পারে বা প্রাণশক্তি দিতে পারে।’ এটি একপ্রকার মেডিটেশন জোন হিসেবে কাজ করে। বিড়ালেরা প্রায়শ দুশ্চিন্তায় ভুগে, কিন্তু একটি বাক্স তাদের সকল ধরনের মানসিক বিপর্যয় প্রশমিত করে প্রশান্তি দিতে পারে। আপনার বিড়ালের জন্য এমন স্থানে বাক্স রাখুন যা আগুন থেকে দূরে অথবা যেখানে পরিবারের সদস্যরা হাঁটাহাটি করে না। নিশ্চিত হোন যে বাক্সে কোনো পিন বা ট্যাপ বা অমসৃণ কিছু নেই, কারণ এগুলো বিড়ালের ক্ষতি করতে পারে।

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/ফিরোজ