লাইফস্টাইল

গ্রামীণ ইউনিক্লোর শীতবস্ত্র বিতরণ

দেশের স্বনামধন্য পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো সম্প্রতি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও গৃহহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বিভিন্ন বেসরকারি অলাভজনক সংস্থা কর্তৃক পরিচালিত বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও গৃহহীন প্রায় ২,০০০ এর অধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকার নয়াপল্টন, কমলাপুর রেলস্টেশন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, হাইকোর্ট ও সদরঘাট সংলগ্ন এলাকার শীতার্তদের মাঝে বিভিন্ন গরম কাপড় ও বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়। জাপানের শীর্ষ ও বিশ্বের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ২০১০ সাল থেকে সামাজিক ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের অসহায়-দুস্থ মানুষদের জন্য সহযোগীতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক জানান, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেই এরূপ কার্যক্রম পরিচালনা করে থাকে গ্রামীণ ইউনিক্লো।’ ঢাকা/ফিরোজ