লাইফস্টাইল

ধামাকাশপিং ডটকমে চলছে অনলাইন বইমেলা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘ধামাকা অনলাইন বইমেলা’ উদ্বোধন করা হয়েছে। করোনাভাইরাস মহামারিতে বিশ্বের অনেক দেশেই বাতিল হয়েছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় দেশের সবচেয়ে বড় বইমেলার আয়োজনও শুরু হয়নি ফেব্রুয়ারি মাসে। তবে বইপ্রেমীদের জন্য দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ধামাকাশপিং তাদের ওয়েবসাইটে (dhamakashopping.com) ব্যাপক ছাড়সহ মাসব্যাপী বইমেলার আয়োজন করেছে।

শারীরিক অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে ধামাকাশপিংয়ের অনলাইন বইমেলার উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। ভার্চুয়ালি আরো যুক্ত হয়েছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বিশিষ্ট কবি অসীম সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক, প্রকাশক এবং ধামাকাশপিং এর ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন চিশতী। 

উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট কবি অসীম সাহা বলেন, ‘আমরা সারা বছর অপেক্ষায় থাকি কখন বইমেলা শুরু হবে। প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হলেও এবারই ব্যতিক্রম ঘটেছে। করোনা মহামারিতে এবারের মেলা এখনো শুরু করা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে ধামাকা আয়োজিত অনলাইন বইমেলা সত্যিই প্রশংসার দাবিদার। আমি এই মেলার সাফল্য কামনা করছি।’ 

অনলাইন বইমেলা সম্পর্কে ধামাকার চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা বলেন, ‘মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই। মূলত বই পিপাসুদের জন্যই ভাষার মাসে আরো বেশি বই পড়তে উৎসাহিত করতে আমরা অনলাইন বইমেলার আয়োজন করেছি। কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে বই কিনতে পারবেন গ্রাহক। ইতোমধ্যে বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রায় সহস্রাধিক বইয়ের তালিকা আমাদের ওয়েবসাইটে যুক্ত হয়েছে। আমরা মনে করি এই মেলার মাধ্যমে লেখক, প্রকাশক সর্বোপরি পাঠকদের মধ্যে একটি মেলবন্ধন রচিত হবে।’