লাইফস্টাইল

রৌদ্রস্নাত মিমের নজরকাড়া লুক

সূর্যকে চুম্বন দেওয়া যায় নাকি? উত্তরটা আপেক্ষিক। তবে এই শীতের সকালে সূর্যের আলো গায়ে মেখে চনমনে হয়ে ওঠা যায়। আর সূর্যের উদ্দেশ্যে উড়িয়ে দেওয়া যায় উষ্ণ চুম্বন। আর এই কাজটিই করেছেন ‘আমার আছে জল’খ্যাত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। শীতের রোদ মাখা মুখে ভেসে উঠেছে চকচকে আর মসৃণ ভাব। খোলা চুলে গুঁজে নিয়েছেন লাল জবা। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম। এই মডেল ও অভিনেত্রী লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা, সুন্দর একটি দিনের প্রস্ততি।’  মিমের কানে শোভা পাচ্ছে ছোট্ট পাথরের টপ। চোখের পাঁপড়িতে ঘন কালো মাশকারা দিয়েছেন নায়িকা। 

ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস আর ব্রাউন রঙের সোয়েটার পরেছেন মিম।  আত্মবিশ্বাসী এই মডেল দাঁড়িয়ে আছে খালি পায়ে। চুলের ভাঁজে লাল জবা, আর নায়িকা হাসিমাখা মুখ ছড়িয়ে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের আভা।  মিমের ঠোঁটে শোভা পাচ্ছে লাল লিপস্টিক।

মিনিমাল মেকআপে নিজেকে সাজিয়েছেন মিম।  হালকা ব্রাউন খোলা চুলের দোলা লেগেছে মিমের ভক্ত অনুরাগীদের মনে। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিমের ছবিগুলো। এই ছবিতে তার মিষ্টি হাসি আর দৃঢ় চাহনি বলে যাচ্ছে ‘চোখ যে মনের কথা বলে’।

উল্লেখ্য, ২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মিম।