বৃষ্টি বা ঘামে চুল ভিজে গেলে চুলের প্রয়োজন বাড়তি যত্ন। বৃষ্টিভেজা চুল শুকানোর জন্য ফ্যানের নিচে বসতে পারেন। তাড়াতাড়ি করে চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহান না করাই ভালো। কারণ বৃষ্টির দিনে চুল এমনিতেই কোমলতা হারিয়ে ফেলে। হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল শুকালে চুলে রুক্ষভাব জেগে উঠবে।
বৃষ্টিদিনে ঘরের বাইরে যাওয়ার সময় ব্যাগে একটি ছোট শুকনা তোয়ালে রাখতে পারেন। তোয়ালেটি যেন দ্রুত পানি শোষণ করতে সক্ষম হয়—সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যাগে রাখতে পারেন মোটা দাঁতের একটি চিরুনি। অফিসে বা গন্তব্যে পৌঁছানোর পরে সুবিধাজনক একটি জায়গায় গিয়ে তোয়ালে দিয়ে চুল ভালোভাবে মুছে নিন। চুল শুকিয়ে গেলে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে নিন।
বর্ষায় চুলের কোমলতা ধরে রাখতে টক দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন। প্যাক বানানো ও ব্যবহারের উপায় জেনে নিন।
উপকরণ ১ কাপ: টক দই আধা কাপ: অ্যালোভেরা ১ চা-চামচ: মেথিগুঁড়া ১ চা-চামচ: আমলকীগুঁড়া ১টি: ডিম
যেভাবে প্যাক বানাবেন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দিয়ে প্যাক তৈরি করুন।
যেভাবে প্যাকটি ব্যবহার করবেন
প্যাকটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এতে চুল কোমল হবে। তাছাড়া খুশকির সমস্যা থাকলে এই প্যাক লাগানোর আগে আধা চা-চামচ লেবুর রস যোগ করে নিন।