লাইফস্টাইল

অফিস ডেস্কের জন্য কোন গাছ ভালো

স্পাইডার, পিস লিলি, স্নেক প্ল্যান্ট কিংবা লিথপস জাতীয় গাছকে ‘ডেস্ক প্ল্যান্ট’ হিসেবে বেছে নেওয়া হয়। যারা কাজের ডেস্কটা গাছ দিয়ে সাজাতে চান তারা প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে বেছে নিতে পারেন গাছ।

স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্ট ডেস্কে স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্ট রাখতে পারেন। এই গাছে প্রতিদিন পানি দিতে হয় না। মাটি শুকিয়ে গেলে পানি দিলেই হয়।

পিস লিলি যারা সৌন্দর্যপ্রিয় মানুষ তারা বেছে নিতে পারেন পিস লিলি। এই ফুল দেখতে অনেক সুন্দর। এর বেশি যত্নও নিতে হয় না। বড় বড় সবুজ পাতাওয়ালা পিস লিলি দেখলেই মনে শান্তি লাগে।

স্নেক প্ল্যান্ট ডেস্ক এবং ডেস্কের আশেপাশে অক্সিজেনের মাত্রা বাড়াতে চানা তারা বেছে নিতে পারেন স্নেক প্ল্যান্ট। এই গাছ দেখতেও সুন্দর। মনে হয় পাতাগুলো এঁকেবেঁকে নৃত্য করছে। 

সাকুলেন্ট ও লিথপস জাতীয় গাছ সাকুলেন্ট ও লিথপস জাতীয় গাছের পাতা বেশ মোটা হয়। পাতার দিকে তাকালে চোখ বিশ্রাম পাবে, চোখের অস্বস্তি কেটে যাবে। ডেস্ক প্ল্যান্টস হিসেবে এগুলোর অসাধারণ।

উল্লেখ্য, এক থেকে দেড় মাস অন্তর টবের মাটি অল্প খুঁচিয়ে সার মিশিয়ে দিলেই হল। তবে সার কখনও গাছের গোড়ায় দেবেন না। ডেস্কে বসে চিনি ছাড়া লিকার চা খেলে, কাপের তলানির চা ফেলবেন না। বরং ঠান্ডা হয়ে গেলে সেই লিকার ঢেলে দিন গাছে। তাতেই সার দেওয়া হয়ে যাবে।