মার্সেল করপোরেট ক্রিকেট

মার্সেল করপোরেট ক্রিকেটের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে আগামী শুক্রবার শুরু হচ্ছে মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট। এসিমস-এর আয়োজন ও ব্যবস্থাপনায় রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৩টি ও শ্যামলী মাঠে হবে টুর্নামেন্টের খেলাগুলো। মোট ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ১৬ দলের মধ্যে রয়েছে দেশের স্বনামধন্য ১৫টি করপোরেট প্রতিষ্ঠান। অপর একটি দল অংশ নেবে এক্সিকিউটিভ কমিটি নামে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০১৮ সালের ১২ জানুয়ারি। বুধবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করেছে আয়োজকরা। ৮ ডিসেম্বর শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বে সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। কে কোন গ্রুপে : গ্রুপ 'এ': ডেল্টা ফার্মা লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার, বে ডেভেলপমেন্টস ও বেক্সিমকো ফার্মা।

গ্রুপ 'বি': রিল্যায়েন্স ইন্সুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসইবি), বিক্রয় ডটকম ও আইডিএলসি।

গ্রুপ 'সি': রাকিন ডেভেলপমেন্ট, স্কয়ার, নিটল মটরস ও বেক্সিমকো টেক্সটাইল।

গ্রুপ 'ডি': এক্সিকিউটিভ কমিটি, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং, মার্কেন্টাইল ব্যাংক ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে এনার্জিপ্যাক। ফলে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে 'মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭, পাওয়ার্ড বাই এনার্জিপ্যাক'। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। আর বেভারেজ পার্টনার নেসলে বাংলাদেশ। উল্লেখ্য, টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে উদয় হাকিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন। গ্রুপ পর্বের সূচি                                                            

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/পরাগ