মার্সেল করপোরেট ক্রিকেট

দুপুরে ওয়ালটনের প্রতিপক্ষ এনার্জিপ্যাক

ক্রীড়া প্রতিবেদক : রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে শুক্রবার সকালে শুরু হয়েছে ‘মার্সেল সপ্তম টি-২০ করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭’। সকাল ১১টায় হবে আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী দিনে দুপুর সাড়ে ১২টায় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং।

 

এই টুর্নামেন্টকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে টিম ওয়ালটন। চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য নিয়েই আজ তারা মাঠে নামবে। আজকের ম্যাচ নিয়ে ওয়ালটন টিমের অধিনায়ক উদয় হাকিম (ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর) বলেন, ‘বৃহস্পতিবারও আমরা অনুশীলন করেছি। আমাদের প্রস্তুতি খুবই ভালো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই। আমাদের গ্রুপের সবগুলো দলই শক্তিশালী। তবে প্রতিপক্ষ যে-ই হোক না, জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছি না। গতবারের চ্যাম্পিয়ন আমরা। আশা করি এবারও আমরা চ্যাম্পিয়ন হবো।’ ওয়ালটন গ্রুপ এবার রয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ এক্সিকিউটিভ কমিটি, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। আর বেভারেজ পার্টনার নেসলে বাংলাদেশ। রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৭/আমিনুল/শাহনেওয়াজ