মার্সেল করপোরেট ক্রিকেট

১৮৬ রানের টার্গেট দিল ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এক্সিকিউটিভ কমিটির বিপক্ষে মাঠে নেমেছে ওয়ালটন গ্রুপ। আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান করেছে ওয়ালটন গ্রুপ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের (ডিআরএমসি) তিন নম্বর মাঠে টস জিতে ওয়ালটনের অধিনায়ক উদয় হাকিমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এক্সিকিউটিভ কমিটি। ‘ডি’গ্রুপের এই ম্যাচটি আজ সোমবার দুপুর ১২.৪৫ মিনিটে শুরু হয়। আগে ব্যাট করতে নেমে সাজ্জাদ ও জনি সোমদের দুর্দান্ত ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে ওয়ালটন গ্রুপ। ওয়ালটনের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রানের ইনিংসটি এসেছে সাজ্জাদ হোসেনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন জনি সোম। তাদের ব্যাটে ভর করে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রানে থামে ওয়ালটনের ইনিংস।  

ব্যাট হাতে জয়ের জন্য লড়াকু পুঁজি গড়ে দিয়েছেন ওয়ালটনের ব্যাটসম্যানরা। এবার বোলাররা গত ম্যাচের নিজেদের কাজটা ঠিক মতো করতে পারলেই টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে পারবে ওয়ালটন। জয় দিয়ে মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংকে ১৫ রানে হারায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে ওয়ালটন গ্রুপ। আজ এক্সিকিউটিভ কমিটির বিপক্ষেও জয়ের প্রত্যাশায় রয়েছে দলটি। প্রথম ম্যাচে ১৩৩ রান করেও বোলারদের দারুণ বোলিংয়ে ১৫ রানের জয় তুলে নেয় ওয়ালটন। বল হাতে ৪ ওভারে একটি মেডেনসহ ১০ রান দিয়ে ২ উইকেট ও ব্যাট হাতে ৩২ বলে ৬৯ রানের ইনিংস খেলে ওয়ালটনের জনি সোম ম্যাচসেরার পুরস্কার জেতেন । রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/শামীম