মার্সেল করপোরেট ক্রিকেট

১৩২ রানে জিতল ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এক্সিকিউটিভ কমিটিকে ১৩২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়ালটন গ্রুপ। আজ সোমবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান করে ওয়ালটন গ্রুপ। জবাবে ব্যাট করতে নেমে ওয়ালটন গ্রুপের বোলারদের বোলিং তোপে ১৫ ওভারে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে যায় এক্সিকিউটিভ কমিটি। ওয়ালটন জয় পায় ১৩২ রানে। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন। ব্যাট হাতে এক্সিকিউটিভ কমিটির আতিক সর্বোচ্চ ১৭ রান করেন। ১১ রান করেন ফারাবি। বল হাতে ওয়ালটন গ্রুপের জনি সোম ৩ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। আর সাহেল মিয়া ৩ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। তার আগে দুপুরে টস হেরে ব্যাট করতে নামে ওয়ালটন। ব্যাট হাতে ওয়ালটনের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন সাজ্জাদ হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন জনি সোম। তাদের ব্যাটে ভর করে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান করে ওয়ালটন। অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে প্রথম ম্যাচের পর এই ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন ওয়ালটন গ্রুপের জনি সোম। ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। আর বেভারেজ পার্টনার নেসলে বাংলাদেশ। রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/আমিনুল