মিডিয়া

সাংবাদিক সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দুটি সিদ্দিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানায়। রোববার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, পারিবারিক বিরোধের জের ধরে বরগুনার আমতলি থানায় সাংবাদিক সিদ্দিকুর রহমানকে হত্যা মামলার আসামি করে পুলিশ অদক্ষতার পরিচয় দিয়েছে। নেতারা অবিলম্বে মামলা থেকে ডিইউজের সদস্য সিদ্দিকুর রহমানকে অব্যাহতি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা বলেন, পারিবারিক বিরোধের জের ধরে সিদ্দিকুর রহমান ও তার পরিবারকে একটি মহল দীর্ঘদিন থেকে হয়রানি ও নির্যাতন করে আসছে। দেশের একজন নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণ নিন্দনীয় ও গর্হিত কাজ। বিবৃতিতে নেতারা সিদ্দিকুর রহমানকে অযথা ও অযৌক্তিক  হয়রানি বন্ধের দাবি জানিয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান। রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/সাইফ