মিডিয়া

হবিগঞ্জে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে তিন দিনব্যাপী ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। রোববার হবিগঞ্জ সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহির। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইদুজ্জামান জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর পরিচালনায় সমাপনী সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. সালাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রাক্তন সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ। কর্মশালার সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষক ছিলেন পিআইবি (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পরিচালক আনোয়ারা বেগম, দীপ্ত টিভির প্রাক্তন অ্যাসাইনমেন্ট এডিটর মামুনুর রহমান খান, ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান, ডিবিসি নিউজের চিফ ভিডিওগ্রাফার মিনহাজ মোসলেম । প্রশিক্ষণ কর্মশালায় মো. মামুন চৌধুরীসহ ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ২০ জানুয়ারি শুক্রবার হবিগঞ্জ সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। রাইজিংবিডি/হবিগঞ্জ/২২ জানুয়ারি ২০১৭/মো. মামুন চৌধুরী/রুহুল