মিডিয়া

ঝালকাঠির সাংবাদিক হুমায়ুন কবির আর নেই

ঝালকাঠি প্রতিনিধি : বেসরকারি টিভি চ্যানেল ‘বাংলাভিশন’ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মো. হুমায়ুন কবির (৪৫) মঙ্গলবার সকাল ৫টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর স্থানীয় এবাদুল্লাহ জামে মসজিদ চত্বরে জানাজা শেষে মরদেহ পৌর কবরস্থানে দাফন করা হবে। হুমায়ুন কবির তিন মাস আগে স্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে বরিশাল ও ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হয়। ঢাকার সাভারের সিআরপি থেকে গত ১৯ জানুয়ারি তাকে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠির বাসায় নিয়ে আসা হয়। গত ২২ জানুয়ারি সকালে বাসায় তিনি ফের স্ট্রোকে আক্রান্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। হুমায়ুন কবিরের মৃত্যু সংবাদ পেয়ে সহকর্মীরা বাসায় ছুটে যান। স্বজন ও সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তার মৃত্যুতে ঝালকাঠি প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

       

রাইজিংবিডি/ ঝালকাঠি/২৪ জানুয়ারি ২০১৭/ অলোক সাহা/টিপু/ এএন