মিডিয়া

সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়ায় পারিবারিকভাবে আলোচনা সভা, দোয়া ও দরিদ্রভোজের আয়োজন করা হয়। সিডফ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  গোলাম মোস্তফা টিটু, গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির, মুক্তিযোদ্ধা আবুল কালাম ইসা প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। প্রসঙ্গত, গত বছর ২৪ জানুয়ারি আলতাফ মাহমুদ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তার নিজ বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

   

রাইজিংবিডি/পটুয়াখালী/২৪ জানুয়ারি ২০১৭/বিলাস দাস/রিশিত