মিডিয়া

সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের মৃত্যুবার্ষিকী শনিবার

নিজস্ব প্রতিবেদক, খুলনা : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে বোমা বিস্ফোরণে তিনি আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে ১১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এদিকে বেলাল উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার, খুলনা প্রেসক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উভয় গ্রুপ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা। খুলনা প্রেসক্লাব শনিবার সকালে ক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে। ১২ ফেব্রুয়ারি সকালে পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে বেলা ১১টায় শেখ বেলাল উদ্দিনের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা সদর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দুইটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৯ নভেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে আদালত চরমপন্থি নেতা হাসান, ইকবাল হোসেন স্বাধীন ও মেরাজকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে বিস্ফোরক অংশের মামলায় ওই আসামিদের একই সাজা দেওয়া হয়। রাইজিংবিডি/খুলনা/১০ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত