মিডিয়া

ভাষা শহীদদের প্রতি রাইজিংবিডির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ভাষা শহীদদের। জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ভাষার অধিকার আদায়ের সেই লড়াকু বীরদের। এই কাতারে শামিল হয়েছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন রাইজিংবিডির সম্পাদক মো. নওশের আলী, নির্বাহী সম্পাদক তাপস রায়, সহকারী বার্তা সম্পাদক রাসেল পারভেজ, সহসম্পাদক সাইফ বরকতুল্লাহ, নিজস্ব প্রতিবেদক আবু বকর ইয়ামিন, ফটো সাংবাদিক আব্দুল আলীম ভূঁইয়া শাহীন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এরপর আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, ঢাকার দুই মেয়র, বিভিন্ন দেশের কূটনীতিক শ্রদ্ধা নিবেদন করেন। প্রথম প্রহরে শহীদ মিনারে আরো শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরই শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সর্বস্তরের মানুষ পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে প্রবেশ করে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও নারী-পুরুষ, আবাল, বৃদ্ধসহ শিশুরাও বাবা-মায়ের কোলে চড়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে শহীদ মিনারে। মানুষের এ স্রোত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়েছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্রসহ সব শ্রেণি-পেশার মানুষ। মনোরম আলপনা আঁকা মিনার প্রাঙ্গণে খালি পায়ে ভিড় করেন তারা। রাত ১২টায় শহীদ মিনারে মানুষের যে ঢল নামে, তা অব্যাহত থাকে দুপুর পর্যন্ত। রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/ইয়ামিন/সাওন/নূর/মুশফিক