মিডিয়া

বর্ষীয়ান সাংবাদিক সিদ্দিক আহমেদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বর্ষীয়ান সাংবাদিক সিদ্দিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি...রাজিউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত। তার বয়স হয়েছিল ৭১ বছর। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম জানান, সিদ্দিক আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৮ মার্চ তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ২৯ মার্চ তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার সন্ধ্যায় সিদ্দিক আহমেদ ইন্তেকাল করেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। আছর নামাজের পর রাউজানের গশ্চি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সিদ্দিক আহমেদের জন্ম ১৯৪৬ সালে চট্টগ্রামের রাউজানের গশ্চি গ্রামে। তিনি ছিলেন ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের সক্রিয় কর্মী। ১৯৬৬ সালে দক্ষিণ রাউজান ছাত্র ইউনিয়নের সেক্রেটারি, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম অংশগ্রহণকারী। সাপ্তাহিক একতার শুরুর দিকে সিদ্দিক আহমেদ সাংবাদিকতা পেশায় যুক্ত হন। সিদ্দিক আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী প্রমুখ। রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ এপ্রিল ২০১৭/রেজাউল করিম/রিশিত