মিডিয়া

সাংবাদিক নাসরীন গীতির বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের সিনিয়র নিউজরুম এডিটর নাসরীন গীতির বাবা মো. মতিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি  রাজিউন)। শুক্রবার ভোরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। নরসিংদীর শাহীপ্রতাপ গ্রামের পারিবারিক গোরস্তানে বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ডিএসইসির সভাপতি কে এম শহীদুল হক ও সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৭/সাইফ