মিডিয়া

‘সাংবাদিকদের কারণে আইনশৃঙ্খলা বাহিনী অনেক তথ্য পায়’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেন। তাদের কারণেই আইনশৃঙ্খলা বাহিনী অনেক বিষয়ের তথ্য পায়। শনিবার রাতে ঢাকার পুলিশ কনভেনশন হলে নবনির্বাচিত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের  অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, ক্র্যাব সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। এখন প্রেস ফ্রিডম রয়েছে। আমরা কোনো সেন্সরশিপ করছি না। এ জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করতে পারছেন। পাশাপাশি তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসাও করতে পারছেন। তবে যদি কেউ অপসাংবাদিকতা করেন, সেক্ষেত্রে আমাদের আইন রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, যারাই অপরাধ করুক না কেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। তারা যতই প্রভাবশালী হোক না কেন আমরা সেটা করেছি। রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৭/নূর/সাইফ