মিডিয়া

কুষ্টিয়ায় ২ সাংবাদিকের জামিন মঞ্জুর

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত দুই সাংবাদিক হলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য দৈনিক কুষ্টিয়া দর্পণের স্টাফ রিপোর্টার আসলাম আলী। এর আগে গত ৯ মে উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় এই দুই সাংবাদিক কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. মেজবাউল হক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। ঘটনার বিবরণে জানা যায়, এই দুই সাংবাদিকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়। এই মামলায় গত ১১ এপ্রিল হাইকোর্ট থেকে তারা চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/২৯ মে ২০১৭/কাঞ্চন কুমার