মিডিয়া

এশিয়ান টেলিভিশনে ঈদে ৭ দিনব্যাপী অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদ উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে এশিয়ান টেলিভিশন। আজ সোমবার দুপুরে রাজধানীর নিকেতনে টেলিভিশনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঈদের অনুষ্ঠানমালার বিষয়ে তুলে ধরা হয়। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ বিষয়গুলো তুলে ধরেন।   হারুন অর রশিদ বলেন, এশিয়ান টেলিভিশন যেকোনো উৎসব ঘিরে দর্শকদের চাহিদা বিবেচনায় নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠান নির্মাণে দর্শকদের বিনোদনের পাশাপাশি, বিভিন্ন ইতিবাচক ইস্যুতে জনসচেতনতা তৈরি এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সাত দিনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে বাংলা সিনেমা, বিশেষ ধারবাহিক নাটক, একক নাটক, নন-ফিকশন শো, লাইভ মিউজিক ফেস্ট এবং জনপ্রিয় শিশুতোষ কার্টুন ডোরেমন ইত্যাদি। এ সময় এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা ইদ্রিস হায়দার, সঙ্গীতশিল্পী এসডি রুবেল, প্রধান পরিকল্পনা সম্পাদক ও নিউজ ইনচার্জ সোহেল এইচ, হেড অব মার্কেটিং শেখ সাকায়েত উল্লাহ মিলন এবং এডিশনাল হেড অব প্রোগ্রাম রুমানা রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

   

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/বকুল