মিডিয়া

দুই সাংবাদিক হত্যা চেষ্টায় জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য শাহেদ খান ও রমজান আলীকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ দাবি জানান। নেতারা বলেন, গত ৩০ জুন শরীয়তপুরের ডামুড্যার কুতুবপুরে শাহেদ খানকে ও ঝালকাঠির রাজাপুরের উত্তরপুরে গত ২৮ জুন রমজান আলীকে যেভাবে প্রতিপক্ষরা মাথায় ও হাতে কুপিয়েছে তাতে এটা নিশ্চিত যে- হত্যার উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। ভাগ্যক্রমে তারা বেঁচে গেলেও সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা কাম্য হতে পারে না। নৃশংস এ ঘটনার পরে অপরাধীরা এখন পর্যন্ত আইনের আওতায় না আসা আরো উদ্বেগজনক। বিএফইউজে ও ডিইউজে নেতারা অবিলম্বে ঘটনা দুটির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে প্রশাসনকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৭/সাওন/সাইফ