মিডিয়া

৫৭ ধারা বাতিলের দাবি ঢাবিসাসের

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস)। পাশাপাশি এ আইনে যমুনা টেলিভিশনের সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনসহ গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন এবং সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, আইন প্রণয়ন করা হয় মানুষের অধিকার সুরক্ষা, নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত ও নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানো এবং শোষকের হাত থেকে শোষিতকে রক্ষার জন্য। অথচ বর্তমানে অনেক ক্ষেত্রেই তার উল্টোটা পরিলক্ষিত হচ্ছে। কখনো আইন প্রণয়নে ‘অস্বচ্ছতা’কে কাজে লাগিয়ে এবং কখনো আইনের ‘অপব্যবহার’-এর মাধ্যমে একটি মহল সাধারণ মানুষকে হয়রানি করছে। এ হয়রানি থেকে বাদ যাচ্ছে না দেশের গণমাধ্যম কর্মীরাও। রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৭/ইয়ামিন/মুশফিক