মিডিয়া

বিআইজেএফ নির্বাচনের মনোনয়নপত্র রোববার বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্টস ফোরামের (বিআইজেএফ) ২০১৭-১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে। এর আগে প্রধান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নির্বাচন কমিশন সদস্য স্বাক্ষরিত পত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জানা গেছে, রোববার ( ৯ জুলাই) থেকে মনোনয়ন পত্র কেনা যাবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ জুলাই। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ জুলাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৪ জুলাই। ভোট গ্রহণ করা হবে ১২ আগস্ট এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ১২ আগস্ট। এবার নির্বাচনে ৯টি পদে (সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক ও নির্বাহী সদস্য) নির্বাচন অনুষ্ঠিত হবে। রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৭/হাসান/শাহনেওয়াজ