মিডিয়া

সাংবাদিক হেলালের বিষয়ে স্পিকারকে অবহিত

সংসদ প্রতিবেদক : সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে মামলার বিষয়ে স্পিকারকে অবহিত করলো বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। সোমবার অধিবেশনে মাগরিবের বিরতির সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে গিয়ে অ্যাসোসিয়েশনের নেতারা মামলার বিষয়টি অবহিত করেন। এ সময় সংগঠনটির সভাপতি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র, অর্থ সম্পাদক কাজী আফিফুজজামান (কাজী সোহাগ), দপ্তর সম্পাদক কাজী সাজিদুল হক উপস্থিত ছিলেন। গত ৭ জুলাই দৈনিক সকালের খবরের সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন সাধারণ সম্পাদক আজমল হক হেলালের বিরুদ্ধে তার গ্রামের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া থানায় স্থানীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির নির্দেশে ৫৭ ধারায় মামলা করা হয়। আজমল হক হেলাল রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে করা পার্লামেন্ট ওয়াচের একটি প্রতিবেদন তার ফেসবুক পেজে শেয়ার দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে এ মামলা করা হয়। সংসদ বিটে কাজ করায় স্পিকারকে বিষয়টি অবহিত করা হয়। রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৭/এম এ রহমান/সাইফ