মিডিয়া

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে অনলাইন সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধ ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানান। বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের (বিওএসপি)  আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মোমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী/রফিক