মিডিয়া

সাংবাদিক উৎপলকে ফিরে পেতে প্রশাসনকে সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে ফিরে পেতে প্রশাসনকে সহায়তার আহ্বান জানানো হয়েছে। উৎপল দাসকে ফিরে পাওয়ার দাবি নিয়ে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে সমাবেশ করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা বলেন, ‘আমরা সুস্থ অবস্থায় উৎপলকে ফিরে পেতে প্রসাশনের সর্বোচ্চ সহযোগিতা চাই।’ সমাবেশে আরো বক্তব্য রাখেন পূর্বপশ্চিমবিডিডটনিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, ইলিয়াছ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী প্রমুখ। গত ১০ অক্টোবর নিখোঁজ হন পূর্বপশ্চিমবিডিডটনিউজের রিপোর্টার উৎপল দাস। তার নিখোঁজের ঘটনায় মতিঝিল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সোমবার ছিল উৎপল দাসের ২৯তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর কাওরান বাজারে একুশে টেলিভিশনের নিচে মোমবাতি জ্বালিয়ে তাকে ফিরে পাওয়ার দাবি জানানো হয়। রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/সাওন/সাইফ