মিডিয়া

‘গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে দলমত নির্বিশেষে দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিথ্যাচার এবং বিভ্রান্তি ছড়িয়ে সাংবাদিকতার মর্যাদা নষ্ট করার অধিকার কোনো সাংবাদিকের নেই। শনিবার রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী। সেই জন্যে তিনি সংবাদ প্রকাশে সব মিডিয়াকে উন্মুক্ত করে দিয়েছেন। প্রেস ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, ডা. কে আর ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বর্ষসেরা সাংবাদিক বাছাই উপ-কমিটির আহ্বায়ক মীর গোলাম মোস্তফা প্রমুখ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি আইনের  ৫৭ ধারা ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেনি। যাদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে, তারাই ব্যক্তি উদ্যোগে সাংবাদিকদের হয়রানি করার লক্ষ্যে মামলার আশ্রয় নিচ্ছে। সরকার এই ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। পরে বর্ষসেরা সাংবাদিক বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন আহাম্মদ, আব্দুস সামাদ আজাদী, আমিনুল ইসলাম ও আতাউর রহমান জুয়েলের হাতে ক্রেষ্ট ও সন্মাননা তুলে দেন প্রধান অতিথি। রাইজিংবিডি/ময়মনসিংহ/৫ নভেম্বর ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল