মিডিয়া

‘মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল সংবাদ পরিবেশন করুন’

সচিবালয় প্রতিবেদক : গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার বৈশাখী টিভির এক যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি আহ্বান জানান। বৈশাখী টিভির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত মালিক ও কলাকুশলীসহ সব শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বৈশাখী টিভির অগ্রযাত্রা কামনা করেন। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. হারুনার রশিদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, বৈশাখী টিভির  উপব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক টিপু আলম মিলন, বার্তা প্রধান অশোক চৌধুরী, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী ও বৈশাখী টিভির উচ্চপদস্থ কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৭/আসাদ/সাইফুল