মিডিয়া

অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী পুরস্কার পেলেন পলাশ মাহবুব

সাহিত্য ডেস্ক: অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার পেলেন পাঠকপ্রিয় লেখক-নাট্যকার পলাশ মাহবুব। তার আলোচিত ছড়াগ্রন্থ ‘মা করেছে বারণ’ বইটির জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন। শিশু একাডেমীর পক্ষ থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার একসাথে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ছয় বছরের পুরস্কার ঘোষণা করা হলো। উল্লেখ্য ২০১৬ সালে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘মা করেছে বারণ’ বইটি এর আগে এসিআই-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার লাভ করে। এছাড়া বইটি জাতীয় গ্রন্থকেন্দ্র এবং জাতীয় গ্রন্থ অধিদপ্তর কর্তৃক নির্বাচিত বইয়ের তালিকায়ও জায়গা করে নিয়েছে। পলাশ মাহবুব লেখালেখি করছেন প্রায় দুই দশক ধরে। লিখছেন ছোটবড় সবার জন্য- ছড়া, গল্প, উপন্যাস, নাটক, রম্যরচনা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৩। লেখালেখির জন্য পেয়েছেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, এসিআই-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের অন্নদাশংকর রায় শিশুসাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। পেশাগত জীবনে সংবাদপত্র ও টেলিভিশনে সমনতালে কাজ করা পলাশ মাহবুব বর্তমানে সারাবাংলা ডট নেট-এ উপ-সম্পাদক হিসেবে কাজ করছেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/তারা