মিডিয়া

উন্নয়নে সক্রিয় সমালোচনায় মুখর গণমাধ্যম চায় সরকার

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা সরকার পোষ্য গণমাধ্যম নয়, উন্নয়নে সক্রিয় ও সমালোচনায় মুখর গণমাধ্যম চায়। পোষ্য গণমাধ্যম গণতন্ত্রকে কবর দেয়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সমালোচনাকৃত গণমাধ্যম গণতন্ত্রকে বিকাশ করে। সরকার গণমাধ্যমের বিকাশ চায়। এ সরকার  অন্যান্য সরকার থেকে গণমাধ্যমের প্রতিবেশি যত্নবান। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে আজ প্রথম সভা বসবে। নবম ওয়েজবোর্ডের সভায় প্রিন্ট মিডিয়ার পাশাপাশি টেলিভিশন, রেডিও এবং অনলাইন গণমাধ্যমকে একত্রিত করার বিষয়েও আলোচনা হবে। এ সরকার সাংবাদিকদের অধিকার, কল্যাণ, চাকরি নিরাপত্তা এবং ওয়েজবোর্ড দিয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিকদের জন্য একটি দিবস করার ব্যাপারেও আলোচনা চলছে। ১৪ ফেব্রুয়ারি সাংবাদিকদের জন্য ‘বাংলাদেশ প্রেস দিবস’ করার বিষয়টি মন্ত্রী পরিষদে উথাপন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৮/সাওন/সাইফ