মিডিয়া

‘লিঙ্গ বৈষম্য দূর করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : নারী সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘লিঙ্গ বৈষম্য দূর করতে হবে, অন্যথায় আপনারা সমাজের অগ্রগতি সাধনে রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গি চক্রের বাধার সম্মুখীন হবেন।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নারী সাংবাদিক কেন্দ্রের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গি এ চার চক্র আপনাদের পদে পদে বাধা দেবে এবং সুযোগ পেলেই নির্যাতন করবে। সুতরাং এদের বর্জন করা আপনাদের কর্তব্য। আশা করি আপনারা সেই কর্তব্য পালন করবেন।’ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা, সিনিয়র সাংবাদিক আকতার জাহান বানু প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/নাসির/সাইফুল