মিডিয়া

লক্ষ্যর ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্র‌তি‌বেদক : সংবাদ উপস্থাপনায় বাংলাদেশের প্রথম চর্চাকেন্দ্র লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমির ডিজিটালাইজড কার্যক্রমের উদ্বোধন করে‌ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার বিকেলে ধারণকৃত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, ‘প্রশিক্ষিত গণমাধ্যমকর্মী তৈরি, উপস্থপনায় বহুমাত্রিকতা ও নাগরিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে লক্ষ্যর নতুন এ প্রয়াস সম্প্রচার মাধ্যম ও নাগরিক সাংবাদিকতার জন্য মাইলফলক হয়ে থাকবে।’ লক্ষ্যর প্রতিষ্ঠাতা রাইসুল হক চৌধুরী জানান, গত চার বছরে প্রশিক্ষিত ১০০ জন সম্প্রচার সাংবাদিক ও সংবাদ উপস্থাপককে তৈরি করার পাশাপাশি আগামীতে ডিজিটাল এ প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে নাগরিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরবে লক্ষ্য। উল্লেখ্য, দেশের গণমাধ্যম শিক্ষাবিষয়ক বেসরকারি প্রথম প্রতিষ্ঠান লক্ষ্য যা ডিজিটালাইজড হলো। 'মিকাইল' -এর সহযোগিতায় শুরু হচ্ছে, হ্যালো প্রেজেন্টার ও হ্যালো জার্নালিস্ট এর মতো শিক্ষামূলক অনুষ্ঠান, যা ফেসবুক ও ইউটিউবে লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি নামে একটি পেইজ থেকে স্ট্রিমিং হবে। রাইজিংবি‌ডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/নূর/সাইফুল