মিডিয়া

ডিইউজে’র দৈনিক জনকণ্ঠ ইউনিট গঠন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর দৈনিক জনকণ্ঠ ইউনিট গঠন করা হয়েছে। এতে ইউনিট চিফ  হিসেবে নির্বাচিত হয়েছেন  সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য  এবং ডেপুটি  ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন  সম্পাদনা সহকারী পলাশ চন্দ্র দাশ। ডিইউজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দৈনিক জনকণ্ঠ কার্যালয়ে  পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটি আগামী দুবছর দায়িত্ব পালন করবে। এ সময় ডিইউজে সভাপতি আবু জাফর সুর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। জনকণ্ঠের শমশের সৈয়দের সভাপতিত্বে  ও এম এ হায়দার খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জনকণ্ঠের আনোয়ার  রোজেন, শাহিন, রোমেল, তানিয়া, আফজাল, ওয়াজেদ হিরা, রেজোয়ান করিম ও দুলাল আচার্য প্রমুখ। অনুষ্ঠানে ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী  জনকণ্ঠের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিইউজের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, জনকল্যাণ সম্পাদক ফারহানা মিলি, কার্যনির্বাহী সদস্য গোলাম মোস্তফা ধ্রুব , রিমন মাহফুজ । রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/এনএ/শাহনেওয়াজ