মিডিয়া

গাজীপুরে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি কর্মশালা গাজীপুর ক্লাব লিমিটেড হলরুমে অনুষ্ঠিত হয়। অনুসন্ধানী সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও ফ্রিল্যান্স সাংবাদিক জুলফিকার আলি মানিক। কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০জন কর্মী অংশগ্রহণ করেন। বিকেলে টিআইবি’র গাজীপুর শাখার সভাপতি অধ্যাপক মোঃ শহীদুল্লাহ সভাপতিত্বে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, টিআইবি’র সদস্য মো. হাসান আলী ও অ্যাডভোকেট মাসুদুর রহমান, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, কাজী মোসাদ্দেক হোসেন, সৈয়দ মোকছেদুল আলম লিটন, শাহ সামসুল হক রিপন প্রমুখ। রাইজিংবিডি/গাজীপুর/২৪ জুলাই ২০১৮/হাসমত আলী/শাহেদ