মিডিয়া

মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী এই জ্যেষ্ঠ সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোয়াজ্জেম হোসেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘ দিন ধরে ফুসফুসের জটিলতায় ভোগা এই সাংবাদিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। মোয়াজ্জেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ফেনী পাইলট হাইস্কুল ও ফেনী কলেজের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশ অবজারভার দিয়ে সাংবাদিকতার যাত্রা শুরু করা মোয়াজ্জেম হোসেন নিউ ন্যাশন, ইউএনবি, দ্য ঢাকা কুরিয়ার ও ডেইলি স্টারে কাজ করেছেন। রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৮/হাসান/রফিক